বিজেপির পার্টি ফান্ডের জন্য ডোনেশন চাইছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপির পার্টি ফান্ডকে ‘শক্তিশালী’ করে তুলতে দেশজুড়ে ‘মাইক্রো ডোনেশন’ অভিযান শুরু করেছে বিজেপি। আর এই অভিযানকে সফল করে তুলতে পার্টি ফান্ডের জন্য ডোনেশন চাইছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মাইক্রো ডোনেশন’ অভিযানকে সামনে রেখে তিনি ইতিমধ্যেই এক হাজার টাকা অনুদান করেছেন পার্টি ফান্ডে। আর সেই রশিদ টুইটারে পোস্ট করে তিনি বলেন, “বিজেপি তথা দেশকে শক্তিশালী করতে অনুদান করুন।”

পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতীয় জনতা পার্টির পার্টি ফান্ডে (Party Fund) ১০০০ টাকা অনুদান করলাম। আপনারাও ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান করুন। বিজেপিকে শক্তিশালী করুণ। এতে দেশ শক্তিশালী হবে। আমরা সবসময় দেশকে প্রধান্য দিই। আমাদের ক্যাডারদের আজীবন আত্মত্যাগের আদর্শ আরও শক্তিশালী হবে।” তিনি এটাও উল্লেখ করেন যে, এই তহবিলে টাকা জমা দিলে তা আয়করের অধীনে পড়বে না।

কিন্তু প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে কোনো রাজনৈতিক দলের জন্য ‘চাঁদা’ চাওয়ায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সমালোচনাও শুরু হয়েছে ইতিমধ্যেই।