টিডিএন বাংলা ডেস্ক: আজ রাজভবনে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,”পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন মমতা দিদি।”
Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021
এর আগে ফলাফল ঘোষণা হওয়ার পরেও টুইট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে, রাজনৈতিক সৌজন্য অনুযায়ী অন্যান্যবারের মত এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কালীঘাটের বাড়ি থেকে করা সাংবাদিক সম্মেলনে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পাঞ্জাব, কেরল, ওড়িশা, দিল্লির মত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সরাসরি তৃণমূলের এই জয়ের জন্য তৃণমূল সুপ্রিমো কে ফোন করে শুভেচ্ছা জানালে ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তরফ থেকে কোনো ফোন আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। যদিও তিনি বলেছিলেন, হয়তো প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে তাঁকে ফোন করে উঠতে পারেননি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ২০০ পার করার স্বপ্নে জল ঢেলে ২১৩ আসনে জয়ী হয়ে রাজ্যে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। ২ মে এই ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ এনেছে বিজেপি। অভিযোগ, তৃণমূলের আশ্রিত গুন্ডারা বিজেপির দলীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, খুন করা হচ্ছে বিজেপি কর্মীদের, ভেঙে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়ি দোকানপাট। ইতিমধ্যেই সন্ত্রাসের এই ঘটনা গুলি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়,তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ নিয়ে রাজ্যপাল জাগদীপ ধনখড়ের দ্বারস্থ হয় বিজেপির একটি প্রতিনিধিদল। গতকাল রাজ্যপাল জাগদীপ ধনকার টুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করে রাজ্যের ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনাগুলি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সে বিষয়ে নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।