টিডিএন বাংলা ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে যাবেন। এই সফরে ২৩ জুন ওয়াশিংটনে ভারতীয়-আমেরিকানদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী। ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের নেতা ড. ভরত বারাই জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি ২৩জুন সন্ধ্যায় আইকনিক রোনাল্ড রিগান বিল্ডিং এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরে অনুষ্ঠিত হতে চলা কর্মসূচির জন্য ২৫ জন বিশিষ্ট ব্যক্তির একটি জাতীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।