টিডিএন বাংলা ডেস্ক : মেয়ে-মা’কে পরামর্শ দিচ্ছেন। কিংবা মা-মেয়ে’কে পরামর্শ দিচ্ছেন। এমন তো রোজের ঘটনা। কিন্তু পরামর্শের সিলসিলা দেখা গেল এবার রাজনীতির আঙিনায়। ঠিক যেমনটা ঘটল কংগ্রেসে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে পরামর্শ দিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি। দলীয় সূত্রে দাবি, দুটি পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা। এক, দেশের সব প্রান্তে মোদি সরকারের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক গণআন্দোলন গড়ে তোলা। আর দলের তরফে কৃষক সংগঠনের ডাকা ২৭ সেপ্টেম্বরের ভারত বনধকে সর্বাত্মক সমর্থন জানাতে হবে।
বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর নেতৃত্বে ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন সোনিয়া। ওই কমিটির কাজ সর্বভারতীয় স্তরে দলের অন্দরে রূপরেখা স্থির করা। পাশাপাশি সেই বিষয়ে দলনেত্রীকে পরামর্শ দেওয়া। এই কমিটির সদস্য প্রিয়াঙ্কা। আর সেই সদস্য হিসেবেই মাকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি। কমিটির পরামর্শ, পেগাসাস, কৃষক অসন্তোষ, বেকারত্ব, পেট্রোপণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির মত ইস্যু নিয়ে ব্লক ও জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আন্দোলন করতে হবে। সক্রিয় রাজনীতিতে এসেছেন প্রিয়াঙ্কা বেশ কয়েক বছর হল। কিন্তু সেই ভাবে তাকে রাজনৈতিক আন্দোলন পরিচালনা করতে দেখা যায়নি। এমনকী উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও তার পারফরম্যান্স একেবারেই সাদামাটা। সামনে উত্তরপ্রদেশ নির্বাচন। তার আগে প্রিয়াঙ্কাকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাইছে হাইকমান্ড।
কংগ্রেসের মধ্যে গান্ধি পরিবারের নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার উত্থান যাবতীয় অসন্তোষ দূর করতে পারে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, প্রিয়াঙ্কার এই সক্রিয়তা অত্যন্ত ভাল বিষয়। এরফলে কংগ্রেস আরও উজ্জীবিত হবে বলে আমার ধারণা।