মিরাটে বুধবার থেকে প্রচারে নামছেন প্রিয়াঙ্কা

টিডিএন বাংলা ডেস্ক : যোগীর বিরুদ্ধে মুখ প্রিয়াঙ্কা। হাইকমান্ড থেকে এই গ্রিন সিগন্যাল মিলতেই, প্রচারে ঝাঁপাতে চায় প্রদেশ কংগ্রেস। বুধবার থেকে প্রচারে নামবে ইন্দিরা গান্ধির নাতনি। প্রচার শুরু হবে পশ্চিম উত্তরপ্রদেশের মিরাট থেকে। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। যোগীকে ক্ষমতাচ্যুত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চায় কংগ্রেস। সেক্ষেত্রে যোগীর বিরুদ্ধে মুখ করা হয়েছে প্রিয়াঙ্কাকে। এমনই ঘোষণা করেছেন দলের প্রবীণ নেতা সলমন খুরশিদ। দলের তরফে প্রচারের যে কর্মসূচির কথা জানানো হয়েছে, সেই অনুযায়ী বুধবার থেকে প্রচারে নামছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস প্রতিজ্ঞা মিছিল নামে একটি পদযাত্রায় অংশ নেবেন তিনি। ৭ টি প্রতিশ্রুতিকে সামনে রেখে উত্তরপ্রদেশকে জয় করতে নামছে কংগ্রেস। এইসব প্রতিশ্রুতি গুলি প্রত্যেকটি পদযাত্রায় ঘোষণা করবেন প্রিয়াঙ্কা। দলের তরফে প্রচারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারণসী। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুরকে। তাহলে প্রচার শুরু বারণসীকে দিয়ে কেন করছে না কংগ্রেস? দলীয় সূত্রে খবর, মিরাট একটি ঐতিহাসিক স্থান। যাকে ঘিরে কংগ্রেসের ইতিহাস রয়েছে। স্বাধীনতা অর্জনের মাস কয়েক আগে মিরাটে দলের অধিবেশনে যোগ দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। প্রিয়াঙ্কা সেই স্মৃতি উস্কে দিতে চাইছেন। বারণসীতে প্রচার করা হবে গান্ধি জয়ন্তীর দিন। আর গোরক্ষপুরে প্রচারে যাবেন তার পরের সপ্তাহেই। অর্থাৎ ১২ অক্টোবর।