৭২ বছরের মুসলিম বৃদ্ধ কে নিগৃহীত এর ঘটনায় জামিন প্রধান অভিযুক্ত প্রভেশ গুরজারকে

টিডিএন বাংলা ডেস্ক : গাজিয়াবাদ হামলা মামলায় স্থানীয় আদালত প্রভেশ গুরজার এর জামিন মঞ্জুর করেছে। ৭২ বছর বয়সী বৃদ্ধ মুসলিমকে মারধর করে এবং তার দাড়ি কাটানোর অভিযোগে তাকে জুন মাসে গ্রেফতার করা হয়েছিল।

গুরজারকে উক্ত মামলায় জামিন মঞ্জুর করা হলেও অন্যান্য মামলার ক্ষেত্রে তিনি কারাগারেই থাকবেন।

৭২ বছর বয়সী আব্দুল সামাদ যিনি উত্তর প্রদেশের লনি শহরে বাস বাসিন্দা , তাকে আক্রমণ করে জয় শ্রী রাম বলতে বাধ্য করানো হয়েছিল। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার এই বিষয়ে বিস্তারিত জানা যায়। সামাদ তার সাক্ষাৎকারে বারবার বলেছিলেন যে তাকে জয় শ্রী রাম জপ করতে বাধ্য করা হয়েছিল।

ইউপি পুলিশ আবার এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে যে এই ঘটনায় কোন ধর্মীয় দৃষ্টিভঙ্গি নেই। পুলিশ জানিয়েছিল যে, তাবিজ বানানোর কারণে তাকে আক্রমণ করা হয়েছিল।

পরে পুলিশ বিভিন্ন পাল্টা অভিযোগে বেশ কয়েকজন মুসলিম যুবককে উল্টো গ্রেফতার করে। সমাজবাদী পার্টির নেতা উমেদ পাহলওয়ান, যিনি ফেসবুকে লাইভ শো চলাকালীন সামাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল তার বিরুদ্ধেও।

সামাদকে ধর্মীয় ভিত্তিতে আক্রমণ করা হয়েছে এমন দাবিতে টুইট করার জন্য পুলিশ বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে একটি মামলাও করেছে। মামলায় যাদের নাম ছিল তাদের মধ্যে বিখ্যাত গুজরাট ডায়েরি লেখিকা রানা আইয়ুব, সংবাদিক মোহাম্মদ জুবায়ের এবং কংগ্রেসের মুখপাত্র ডা. শামা মোহাম্মদ।