HighlightNewsদেশ

নাগাল্যান্ডে গুলিকাণ্ডের প্রতিবাদে কোহিমাতে মিছিল

টিডিএন বাংলা ডেস্ক : নাগাল্যান্ডে গুলিকাণ্ডে এখনও উত্তপ্ত পরিবেশ। মন জেলায় সেনাবাহিনীর নির্বিচারে গুলিকাণ্ডের প্রতিবাদে পথে নামল লাখো মানুষ। শুক্রবার টানা তিন দিন রাজধানী শহর কোহিমাতে চলে প্রতিবাদ বিক্ষোভ।

এদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সবার হাতে ছিল ব্যানার,প্ল্যাকার্ড। সঙ্গে ছিল ফেস্টুন। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহার করা। পাশাপাশি গুলি কাণ্ডে জড়িত সেনাদের গ্রেফতারের দাবি তোলা হয়। এদিনের বিশাল সমাবেশের ডাক দেয় প্রভাবশালী নাগা স্টুডেন্ট ফেডারেশন।

বৃহস্পতিবারের মত শুক্রবার বন্ধ ছিল মন জেলার সরকারি দফতর। বেসরকারি প্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখা হয়। মন ছাড়াও প্রতিবাদ চলে কিফিরে, তুয়েনসাং, নোকলাক জেলাতে। দোষী সেনাকে গ্রেফতারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে যে বিবৃতি দিয়েছিলেন তাও প্রত্যাহার করার দাবি জানান বিক্ষোভকারীরা।

Related Articles

Back to top button
error: