HighlightNewsদেশরাজ্য

বাংলা ও তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

টিডিএন বাংলা ডেস্ক: হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই আশংকায় সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা দেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিনেমাটির মধ্যে ‘অসত্য এবং বিকৃত কাহিনি’ থাকার এবং এর মাধ্যমে জাতিগত ও ধর্ম নিয়ে বিভাজন ও বৈষম্য সৃষ্টির চেষ্টা করার অভিযোগও তুলেছেন। তবে তারও আগেই তামিলনাড়ু সরকার একই কারণ দেখিয়ে সিনেমাটি তাদের রাজ্যে নিষিদ্ধ করে দেয়। সরকারের এই সিদ্ধান্তের পর সিনেমা হলগুলিও জানিয়ে দেয় তারা তাদের হলে এই সিনেমা আর দেখাবেন না। এরপরই পশ্চিমবঙ্গ সরকার ও তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন বিজেপির নেতারা। এমন কি একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকেও সমালোচনায় সরব হতে দেখা যায়। অন্যদিকে বাংলা ও তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। সেই হুমকিরই অংশ হিসাবে আজ মঙ্গলবার অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিনেমার নির্মাতারা।

Related Articles

Back to top button
error: