পরপারে পাড়ি দিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নুসরাত আলী

টিডিএন বাংলা : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উপমহাদেশে ইসলামী আন্দোলনের অগ্রসেনানী- জামাআতে ইসলামী হিন্দের সাবেক নায়েব আমীর, সাবেক কাইয়্যেমে জামাআত, বর্তমান মারকাযী তালিমী বোর্ডের চেয়ারম্যান জনাব নুসরত আলী ইন্তেকাল করেছেন।
নুসরাত আলি সাহেব করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। নুসরাত আলি সাহেবের ইন্তেকালে পশ্চিমবঙ্গের সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রফিক গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।