টিডিএন বাংলা ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। দ্বিতীয়বারের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন প্রমোদ সাওয়ান্ত। সোমবার বিকেলে বিধায়ক দলের বৈঠকের পর ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এদিন গোয়ায় বিজেপির পর্যবেক্ষক ও কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, “বিশ্বজিৎ রানে বিধানসভা দলের নেতা হিসেবে প্রমোদ সাওয়ান্তের নাম প্রস্তাব করেছিলেন। সবাই সর্বসম্মতিক্রমে সাওয়ান্তকে নেতা নির্বাচিত করেছেন। তিনি আগামী ৫ বছর জন্য আইনসভা দলের নেতা থাকবেন।”
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে গোয়ার ৪০ টি বিধানসভা আসনের মধ্যে ২০ টি আসন পেয়ে টানা তৃতীয় বার জয় পেয়েছে বিজেপি।