টিডিএন বাংলা ডেস্ক : করোনা আক্রান্তের আইসোলেশনের মেয়াদ ১৪দিন থেকে কমিয়ে এক ধাক্কায় ৭দিন করেছিল কেন্দ্র। বলা হয়েছিল, মৃদু উপসর্গে আক্রান্ত ব্যক্তির পরপর তিনদিন জ্বর যদি না আসে, তাহলে আক্রান্ত হওয়ার ৭ সাত দিনের মাথায় আইসোলেশন থেকে তিনি মুক্তি পেতে পারেন। ভারতেও আইসোলেশন-এর মেয়াদ কমিয়ে ৫ দিন করার প্রস্তাব দিলেন প্রখ্যাত ভাইরোলজিস্ট গগনদীপ কাঙ।
বাইকন প্রধান কিরণ মজুমদার’ শ এর সঙ্গে আনুষ্ঠানিক কথোপকথনে তিনি বলেন, জোড়া ডোজ অনেকেই পেয়েছেন। যা দেখা যাচ্ছে তাতে খুব বেশি হলে দু’তিন দিনের মতোই ভুগতে হচ্ছে আক্রান্তদের একটা বড় অংশকে। সে ক্ষেত্রে আইসোলেশনের মেয়াদ আরও দুদিন কমানো যেতে পারে।
আক্রান্তদের জন্য নতুন নির্দেশিকা তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে বলা হয়েছে, টেস্ট করার পরে কারও রিপোর্ট পজিটিভ এলে সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। যদি কোনও উপসর্গ না থাকে, সে ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করা যাবে না। ৭ দিনের বেশি জ্বর থাকলে বা রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪% নিচে নামলে রোগীকে বাড়িতে ফেলে রাখা যাবে না। ক্রমাগত বুকে ব্যথা, মুখ ঠোঁট নীল হয়ে এলে স্বাস্থ্য ভবন হাসপাতালে ভর্তির কথা বলেছে।