টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই যৌন হেনস্থার প্রতিবাদে আন্দোলনরত মহিলা কুস্তিগিরদের উপরে পুলিশি নির্যাতনের অভিযোগে কলকাতায় প্রতিবাদ সভা বাঙালীদের। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে বিভিন্ন পদক জয়ী মহিলা কুস্তিগিরদের একাংশ।
অভিযোগ আদালতের নির্দেশে বাধ্য হয়ে তার বিরুদ্ধে এফআইআর করা হলেও তাকে গ্রেফতার করেনি দিল্লি পুলিশ। এরই প্রতিবাদে ব্রিজভূষনের গ্ৰফতারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ওই কুস্তিগিরা। তারই অংশ হিসেবে গতকাল নতুন সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ চড়াও হয়ে তাদের উপর নির্যাতন করে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে গতকাল কলকাতায় বিক্ষোভ দেখান সমাজকর্মীরা।