HighlightNewsআন্তর্জাতিকদেশ

উইঘুর গণহত্যার বিচার চেয়ে তুরস্কে বিক্ষোভ ও মামলা

টিডিএন বাংলা ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে চীনা সরকার- এই অভিযোগ জানিয়ে তুরস্কে অবস্থানরত উইঘুররা একটি বিক্ষোভের অয়োজন করলো। এই বিক্ষোভের পরপরই তারা চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে তুর্কি প্রসিকিউটরের কাছে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।

খবরে প্রকাশ, এ দিন উইঘুররা যাদের মধ্যে তুর্কি আইনজীবীরা রয়েছে ইস্তানবুলের কাগলায়ান জেলায় এক আদালতে বিক্ষোভ করেছে। তারা সেখানে ব্যানার নিয়ে জড়ো হয়েছিল। ব্যানারে লেখা ছিল, ‘আমাদের পরিবার কই?’, ‘আমাদের ভাইদের ছেড়ে দিন।’ এদিন বিক্ষোভকারীরা চীনা কর্মকর্তাদের ছবি সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানাগিয়েছে।

বিক্ষোভকারীরা জানান, উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন অপরাধ করেছে, যার মধ্যে গণহত্যা, ইচ্ছাকৃতভাবে হত্যা, নির্যাতন, গুম রয়েছে। মোট ১১২ জন কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কের প্রসিকিউটর অফিসে রিপোর্ট করা হয়েছে। এদের অনেকেই চীনের রাজনৈতিক নেতা, পরিচালক, প্রশাসন কর্মকর্তা।

উল্লেখ্য যে, কয়েক দশক ধরেই চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দমনমূলক প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠছে চীনা সরকারের বিরুদ্ধে। সেখানে তাদের ধর্মীয় আচার অনুষ্টানে বিভিন্ন ভাবে বাধা দানের অভিযোগ ওঠে। এছাড়া বিনা অপরাধে বা মিথ্যা মামলায় জেল, গুম, হত্যার অভিযোগও উঠেছে।

Related Articles

Back to top button
error: