টিডিএন বাংলা ডেস্কঃ লাখিমপুরের কৃষক হত্যার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। স্তিমিত হয়ে পড়া কৃষক আন্দোলন আবারো জোরালো হয়ে উঠেছে এর ফলে। কৃষক আন্দোলনের সমর্থনে এবং কৃষক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ আজ সোমবার মহারাষ্ট্র বন্ধের ডাক দেয় জোট সরকার। এই বন্ধকে সমর্থন করেছে বাম সহ কয়েকটি দল এবং শ্রমিক সংগঠনগুলো। এই বন্ধের ডাকে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন
অধিকাংশ বসায়ীরা। রাস্তায় গাড়ি-ঘোড়া চলছে খুবই কম। বলা যেতে পারে একটি সর্বাত্মক বন্ধ পালিত হচ্ছে সেখানে। অশান্তি এড়াতে প্রয়োজনীয় স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ, সিআরপিএফ এবং হোমগার্ড। এক্সপ্রেসওয়ে আটকে, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বন পালন করছেন আন্দোলনকারীরা। শিবসেনা সংসদ সঞ্জয় রাউত বলেন, “এই বন্ধ সফল।” রাজ্যের মন্ত্রী নবাব মালিক বলেন, “দু’একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বন্ধ শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে।” যদিও বেশ কিছু স্থানে যাত্রীদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার, বেস্ট বাসের উপর হামলার অভিযোগ উঠেছে।