HighlightNewsদেশ

পাবলিক ফিগারদের চামড়া মোটা হওয়া উচিত: গৌতম গম্ভীর মানহানি মামলায় মন্তব্য দিল্লি হাই কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের দায়ের করা মানহানির মামলার শুনানির সময়, দিল্লি হাইকোর্ট বুধবার বলেছে, জনপ্রতিনিধির এত সংবেদনশীল হওয়া উচিত নয়। পাবলিক ডোমেইনের লোকদের অবশ্যই পুরু ত্বক থাকতে হবে। আজকাল বিচারকদেরও মোটা চামড়ার হওয়া উচিত।
দিল্লি হাইকোর্ট গম্ভীরের বিরুদ্ধে নিবন্ধটি প্রকাশ করা সংবাদপত্রকেও নোটিশ জারি করেছে। পত্রিকাটি লিখেছিল, সংসদ সদস্য হিসেবে গৌতম প্রায়ই তাঁর নির্বাচনী এলাকা থেকে অনুপস্থিত থাকেন। এমপিকে টিভির পর্দায় খুব কমই দেখা যায়। এই নিবন্ধগুলিকে মিথ্যা এবং মানহানিকর বলে অভিহিত করে সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গম্ভীর। আদালতের কাছে দাবি জানিয়েছিলেন, পত্রিকাটি যেন তাঁর কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চায়।

গৌতম গম্ভীর এই মামলায় অন্তর্বর্তীকালীন ত্রাণও চেয়েছিলেন। বিচারপতি চন্দর ধরি সিং-এর বেঞ্চ তাঁর আপিলের উপর ভিত্তি করে পত্রিকায় নোটিশ জারি করেছেন। তবে, আদালত গম্ভীরকে অন্তর্বর্তীকালীন ত্রাণ দিতে অস্বীকার করে। আদালত বলেছে, আজ তাঁরা এ বিষয়ে কোনো অন্তর্বর্তী আদেশ জারি করবেন না। এই বিষয়টি বিবেচনার যোগ্য। এই মামলায় পরবর্তী শুনানি হবে অক্টোবরে।

এদিন, গম্ভীরের আইনজীবী জয় অনন্ত আদালতে বলেন, সংবাদপত্র ও তার প্রতিনিধিরা গম্ভীরকে টার্গেট করছে। সংবাদপত্রটি ২০২২ সালের মে থেকে গম্ভীর সম্পর্কে সাতটিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছে। তারা গম্ভীরের বিরুদ্ধে অসুস্থ অনুভূতিতে পূর্ণ। মনে হচ্ছে, সংবাদপত্রটি গম্ভীরের ভাবমূর্তি নষ্ট করার মিশনে রয়েছে। শুধু তাই নয়, তিনি সংবাদপত্রটির বিরুদ্ধে গম্ভীরের ব্যক্তিগত সচিব গৌরব অরোরার বিরুদ্ধেও অবমাননাকর বিবৃতি প্রকাশ করার অভিযোগ করেন।

অন্যদিকে, অভিযুক্ত পত্রিকার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাজশেখর রাও আদালতে বলেন, সমস্যা হল এটা যে গম্ভীর এমপি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনি দু’নৌকায় যাত্রা করছেন। উনি শুধুমাত্র আমাদের সংবাদপত্র সম্পর্কেই এত সংবেদনশীল। উনি অন্যান্য প্রকাশনা সংস্থা সম্পর্কে এতটা সংবেদনশীল নন। যদিও, পত্রিকায় প্রকাশিত রিপোর্টে কিছু শব্দ ভুল লেখা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। এর পরিবর্তে আরও ভালো শব্দ ব্যবহার করা যেত বলে জানিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট রাজশেখর রাও।

Related Articles

Back to top button
error: