দেশ

পেগাসাস কাণ্ডে জনস্বার্থ মামলা শীর্ষ আদালতে, আগামী সপ্তাহে শুনানি

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাস কাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। শুক্রবার এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি এনভি রামানা।

রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিচারপতি, এমনকী সাংবাদিকদের ওপরও নজরদারি চালিয়েছে পেগাসাস। এই অভিযোগে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল সংসদ ভবন। সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংবাদিক এন রাম এবং শশী কুমার। তাদের দাবি, বিচারপতির নেতৃত্বে পেগাসাস কাণ্ডের তদন্ত হোক। সেই আরজি গ্রহণ করেন বিচারপতি। জানান, “আমরা মামলাটি আগামী সপ্তাহে শুনতে পারি। তবে এটা নির্ভর করবে কতটা কাজের চাপ থাকছে।” এন রাম ও শশী কুমারের আইনজীবী কপিল সিব্বল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, মামলার শুনানির জন্য তালিকাভুক্ত করতে। তাতেই সাড়া দেয় শীর্ষ আদালত।

এদিকে ফোনে আড়িপাতার ঘটনায় বার বার উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। সংসদ চলার প্রসঙ্গে সরকারপক্ষকে শর্ত দিয়েছে কংগ্রেস। রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খারগে এ প্রসঙ্গে বলেন, আমরা পেগাসাস কাণ্ডে শুধু আলোচনা চাই। গুপ্তচরবৃত্তি দেশ বিরোধী কাজ। যদি ওরা আমাদের আলোচনা করতে দেয় তবে সংসদ চলবে।

Related Articles

Back to top button
error: