রাজ্য

ধারাবাহীক ছাত্র আন্দোলনের চাপে রেজিস্ট্রারের পর পদত্যাগ জনসংযোগ আধিকারিকের

টিডিএন বাংলা ডেস্ক : ধারাবাহীক ছাত্র আন্দোলনের চাপে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক! প্রথমে ইস্তফা দিয়েছিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগারওয়াল। এবার পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ। রেজিস্ট্রারের ইস্তফার ঠিক কয়েক ঘণ্টা পরই জনসংযোগ আধিকারিকের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। মঙ্গলবার রেজিস্ট্রারের পদত্যাগের কথা জানিয়েছিলেন অতিগ নিজেই।

জনসংযোগ আধিকারিকের ইস্তফা দেওয়ার কারণ নিয়ে চলছে চাপানো উতর। বিশ্বভারতী সূত্রে খবর, পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। অনেকে আবার বলছেন, দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পদত্যাগ না করে যখন বিশ্বভারতীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আন্দোলনকারীরা ছাত্রছাত্রীদের ক্লাস করার ব্যবস্থাও করেছেন তখন কেন এই সিদ্ধান্ত। তাহলে কি এর পিছনে অন্য কোনো কারণ আছে সেই প্রশ্নও উঠছে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য, ছাত্র আন্দোলন নয় বরং বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অতিগ।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে হস্টেল খোলা, অফলাইনে পরীক্ষা নেওয়া-সহ একাধিক দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে অচল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছাত্র আন্দোলন শুরুর দিন থেকেই টানা চারদিন বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে জনসংযোগ আধিকারিককে আটকে রাখা হয়। পরে আদালতের নির্দেশে ছাড়া পান তিনি। গত সোমবার বিকেলে রেজিস্ট্রার-সহ বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা বাংলাদেশ ভবনে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। বিক্ষোভরত পড়ুয়ারা সেখানেই তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বাংলাদেশ ভবনে আটকে রাখার অভিযোগও ওঠে। যদিও, ঘেরাও করে রাখার বিষয়টি মানতে অস্বীকার করেছেন ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, ‘কাউকে ঘেরাও করে রাখা হয়নি। গেটের সামনে অবস্থান, বিক্ষোভ করেছি। অনেকে চলে গিয়েছেন। আবার অনেকে বাংলাদেশ ভবনের ভিতর বসেছিলেন।’

বুধবার সকাল থেকে পঠনপাঠন অনেকটা স্বাভাবিক হয়েছে। ভবনে ভবনে ক্লাস শুরু হয়েছে। কিন্তু কোনও পরীক্ষা হবে না বলে জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা। ছাত্র নেতা সোমনাথ সৌ এবং মীনাক্ষী ভট্টাচার্য জানায়, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। পরীক্ষা বন্ধ থাকবে।

Related Articles

Back to top button
error: