কৃষক আন্দোলনে সমর্থন জানাতে সিংঘু সীমান্তে হাজির পাঞ্জাব রঞ্জি টিমের ক্যাপ্টেন তথা কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার মনদীপ সিংহ

ছবি সৌজন্যে মনদীপ সিংহের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের মাঝে গিয়ে হাজির হলেন পাঞ্জাবের রঞ্জি টিমের ক্যাপ্টেন তথা কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার মনদীপ সিংহ। তিনি দেশের প্রথম ক্রিকেটার যিনি সরাসরি কৃষক আন্দোলনের ময়দানে গিয়ে হাজির হয়েছেন। নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে টুইট করে মনদীপ সিংহ লিখেছেন,এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও যে প্রবীণ নাগরিকরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, তাঁদের সবার প্রতি সমর্থন জানাতে ওখানে গিয়েছিলাম। যে অবস্থায় ওঁরা আছেন, সেটা সত্য়িই হৃদয়বিদারক। ট্র্যাক্টর হয়েছে ওঁদের নতুন ঘর। কিন্তু সেজন্য় ওঁদের কোনও অনুযোগ নেই। ওরা এত আনন্দে, মনপ্রাণ ঢেলে আন্দোলন করছেন। ওদের মেজাজকে কুর্ণিশ করছি। আমার কাছে এটা বিনয়ী চিত্তে গ্রহণ করার মতো অভিজ্ঞতা। পুরো দেশটা চলছে কৃষকদের পরিশ্রমে, তাই ওদের সমস্যার যত দ্রুত সম্ভব সমাধান হওয়া দরকার। এর সাথেই সিংহ সীমান্তে আন্দোলনরত কৃষকদের সাথে নিজের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাঞ্জাব রঞ্জি টিমের এই খেলোয়াড়।