Highlightদেশ

কোভিড বিধি মেনে ১ বছর পরে খুলল পাঞ্জাবের স্কুল

টিডিএন বাংলা ডেস্ক : করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল৷ পড়াশোনা অনলাইনে চললেও সেভাবে পঠনপাঠন হচ্ছে না৷ এবার দীর্ঘ এক বছর পরে আজ থেকে খুলল পাঞ্জাবের সরকারি স্কুল ৷ ছবিতে দেখা যাচ্ছে অমৃতসরের সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুলে ছাত্রীরা ঢুকছে মাস্ক পরে৷ তাদের শরীরে তাপমাত্রা মাপা হচ্ছে৷ হাত স্যানিটাইজ করার প্রক্রিয়াও চলছে৷ এই প্রসঙ্গে প্রিন্সিপাল মনদীপ কৌর জানিয়েছেন, আজ থেকে স্কুল পুনরায় খুলল৷ সব ক্লাসের মেয়েরাই আসবে৷ প্রয়োজনীয় স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে৷ শিক্ষক শিক্ষিকাদের করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেওয়া আবশ্যক৷ ৫০ শতাংশ পড়ুয়া নিয়েই হবে ক্লাস৷ পাশাপাশি অনলাইন ক্লাসও চলবে৷ পড়ুয়ারা চাইলে স্কুলে আসবে৷ এই পরিস্থিতিতে স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়৷

 

Related Articles

Back to top button
error: