টিডিএন বাংলা ডেস্ক: অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর মামলায় বিখ্যাত পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০০৩ সালে, দালের মেহেন্দির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় এর আগে ২ বছরের জন্য জেল হয়েছিল দালের মেহেন্দির। পাতিয়ালার দায়রা আদালতে ওই শাস্তিকে চ্যালেঞ্জ করেন তিনি। সেখানে শাস্তি বহাল থাকায় বৃহস্পতিবার দালের মেহেন্দিকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, দালেরকে পাতিয়ালার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। প্রসঙ্গত, প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুও এই জেলেই রয়েছেন।