HighlightNewsদেশ

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার শেষকৃত্য আজ, ময়নাতদন্তে মিলল মাথা, পা, বুক ও পেটে ২৪টি গুলির চিহ্ন

টিডিএন বাংলা ডেস্ক: বিখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার শেষকৃত্য আজ দুপুর ১২টা থেকে শুরু হবে। গতকাল ৫ চিকিৎসকের একটি বোর্ড মুসেওয়ালার ময়নাতদন্ত করেছে। জানা গিয়েছে, পাঞ্জাবি গায়কের মাথা, পা, বুক ও পেটে চিকিৎসকরা মোট ২৪টি গুলির চিহ্ন খুঁজে পেয়েছেন। এমনকি তাঁর বাম ফুসফুস এবং লিভারেও বুলেটের আঘাত রয়েছে। এই কারণে ঘটনাস্থলেই মুসেওয়ালার মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান চিকিৎসকদের। একই সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণও মুসেওয়ালার মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জাওহারকেতে গুলিবিদ্ধ হন মুসেওয়ালা। এদিন সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তের আগমন হয়েছে মৃত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার গ্রামে। মুসেওয়ালার বিপুল পরিমাণ ভক্ত সমাগমের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ভাথিন্ডা রেঞ্জের আইজি পিকে যাদব এবং বাথিন্দার এসএসপি জে. এলচেজিয়ানকে মানসার এসএসপি গৌরব তুরার সাথে মানসাতে ক্যাম্প করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে মুসেওয়ালার মরদেহ রাতভর হাসপাতালের মর্গেই রাখা হয়। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: