টিডিএন বাংলা ডেস্ক: দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ভারতীয় জনতা পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার আইনসভা দলের বৈঠকের পরে বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিন বৈঠকের পর দেরাদুনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও উত্তরাখণ্ডে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং জানিয়েছেন,”পুষ্কর সিং ধামি আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। আমি তাঁকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি যে তাঁর নেতৃত্বে উত্তরাখণ্ড দ্রুত উন্নতি করবে।”
প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তরাখণ্ডের নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। প্রোটেম স্পিকার বংশীধর ভগত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। তবে, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন পুষ্কর সিং ধামি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের নেতা-মন্ত্রীরা।