সোয়েটার মাফলার নামিয়ে রাখুন! শীত আসছে শীঘ্রই, জানাল হাওয়া অফিস

প্রতিকি ছবি

টিডিএন বাংলা ডেস্ক : কবে আসবে শীত? সারা বছর বেশিরভাগ মানুষই অপেক্ষা করে থাকেন শীতের একটু উষ্ণতার জন্য। সেইসব মানুষদের জন্য সুখবর! অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। কারণ আলিপুর আবহাওয়াবিদরা জানিয়ে দিলেন, জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের মাঝামাঝি।

বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা বিদায় হয়েছে। ফলে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে আর কোনও বাধা নেই। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল হাওয়ার দাপটে প্রায় প্রতিদিনই একটু একটু করে কমছে রাজ্যের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার ধারাবাহিক পতন অব্যাহত। আবহবিদেরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় রাতের তাপমাত্রা অনেকটাই নামতে শুরু করবে। দিনের তাপমাত্রা কমবে। কিন্তু কলকাতায় জমিয়ে শীত পড়তে আরও মাস দেড়েক লাগবে।

অন্যদিকে ১৫ বছরের মধ্যে নজির করে রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, ২০০৫ সালের ৭ নভেম্বর কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। তারপর তাপমাত্রা এতটা কমেনি।