দেশ

চটজলদি সারাই হল আয়কর পোর্টাল

টিডিএন বাংলা ডেস্ক : খুলছিল না ই-ফাইলিং পোর্টাল। হাজারো প্রযুক্তিগত সমস্যা। তলব করা হয় ইনফোসিস কর্তাকে। রবিবার চটজলদি সারাই হলো পোর্টাল।
রবিবার একটি টুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায়, ইনফোসিস ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সলিল পারেখকে ২৩ আগস্ট তলব করেছে অর্থমন্ত্রক। অর্থমন্ত্রীর কাছে তাকে ব্যাখ্যা দিতে হবে ই-ফাইলিং পোর্টাল চালু হওয়ার আড়াই মাস পরেও কেন ত্রুটিগুলো সমাধান হয়নি। ২১ আগস্ট থেকে পোর্টালটি পাওয়া যাচ্ছে না।” তবে এদিন রাতে ইনফোসিসের তরফে টুইট করে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হওয়ার পর ফের পোর্টালটি চালু হয়েছে।

সব মিলিয়ে ২০০-র বেশি ত্রুটি খুঁজে বের করেছেন আয়কর বিশেষজ্ঞরা। গত ২২ জুন ওই ত্রুটিগুলি আলোচনার জন্য ইনফোসিস আধিকারিকদের বৈঠকে ডেকেছিল অর্থমন্ত্রক। দিন কয়েক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, “আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আশা করা হচ্ছে এই সমস্যার সমাধান হবে। আমি ধারাবাহিকভাবে ইনফোসিস কে এ ব্যাপারে বলে যাচ্ছি। নন্দন নিলেকানি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এগুলো সমাধান করবেন।”

উল্লেখ্য, পোর্টালটি তৈরির জন্য কেন্দ্রীয় সরকার ইনফোসিসকে এখনও পর্যন্ত ১৬৪.৫ কোটি টাকা দিয়েছে। অনলাইনে কর ও রিটার্ন জমা দেওয়ার জন্য জিএসটি নেটওয়ার্ক তৈরির বরাত পেয়েছিল ইনফোসিস এবং জিএসটিএন নিয়ে ব্যবসায়ীদের বিরাট হয়রানির শিকার হতে হয়। জিএসটির পর আয়কর ই-ফাইলিং এর নতুন পোর্টাল তৈরির বরাতও ইনফোসিসকে দিয়ে রীতিমত চাপে অর্থমন্ত্রক।

Related Articles

Back to top button
error: