আফগানিস্তানে দ্রুতই সরকার গঠন, সরকার গঠনে আমন্ত্রিত কারা?

ছবি : ইন্টারনেট

টিডিএন বাংলা ডেস্ক : আর ‘তারিখ পে তারিখ’ নয়। চলতি সপ্তাহে দিন কয়েকের মধ্যেই সরকার গড়তে চলেছে তালিবান। সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সূত্রের খবর, পাকিস্তান তো আছেই। মন্ত্রিসভা ঘোষণার অনুষ্ঠানে তুরস্ক, কাতার, রাশিয়া, চিন এবং ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালিবান। এখনও পর্যন্ত নিমন্ত্রণ এর তালিকায় নাম নেই ভারতের।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, উপমহাদেশে ভারতকে কোণঠাসা করতে নতুন চাল। তালিবান বুঝিয়ে দিচ্ছে, এই সব দেশের সঙ্গেই তাদের বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক মিত্রতা বজায় থাকবে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হবে? এখন সেটাই বড় প্রশ্ন মোদি সরকারের কাছে। উল্লেখ্য সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠক হয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির। বৈঠকে হাজির ছিলেন ‘বিগ ফোর’ মন্ত্রকের চার মন্ত্রী। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

অন্যদিকে আফগানিস্থানে মানবাধিকার লংঘনের ইস্যুতে ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘে বিশেষ বৈঠক। চলতি মাসের শেষে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মহলের আলোচনার ভরকেন্দ্র হবে আফগানিস্তানই। ৯ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে আয়োজিত হচ্ছে ব্রিকস বৈঠক। এই গোষ্ঠীর ৫ সদস্য হলো, ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন এবং দক্ষিণ আফ্রিকা। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট জি জিনপিং কী মনোভাব দেখান, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।