টিডিএন বাংলা ডেস্কঃ ছাত্র-ছাত্রীদের ভারতীয় ঐতিহ্যপূর্ণ স্থান ভ্রমণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১০০ টি ভারতীয় ঐতিহ্যপূর্ণ স্থানের তালিকা প্রকাশ করেছে। কিন্তু অবাক কর বিষয় হচ্ছে ১০০ হেরিটেজ তালিকার মধ্যে কুতুবমিনার এবং ভিক্টোরিয়ার নাম নেই। ঠিক কি কারণে কুতুবমিনার ও ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মত ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক স্থানের নাম তালিকা থেকে বাদ দেওয়া হল সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে বিজ্ঞমহলের মতে মুঘোল পিরিয়ড ও ব্রিটিশ পিরিয়ডের হওয়ায় এ দুটি স্থান তালিকা থেকে বাদ পড়েছে। অবশ্য ঐতিহাসিক স্থানগুলির এই ধরনের বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ইতিহাসবিদ ও সমাজকর্মীরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আভা দেব হাবিব বলেন,
“কোন কোন স্থান শিক্ষার্থীদের পরিদর্শন করা উচিত তা ঐ প্রতিষ্ঠানের উপর ছেড়ে দেওয়া উচিত; ইউজিসি বা সরকার কেন এটি নির্ধারণ করবে?” লেডি শ্রী রাম কলেজের ইতিহাসের অধ্যাপক পঙ্কজ ঝা বলেন, “মুসলিম এবং ঔপনিবেশিক শাসনের সাথে যুক্ত অনেক বিখ্যাত স্থানের নামের অনুপস্থিতির পাশাপাশি স্বাধীন ভারতের সাফল্যের প্রতিফলনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।” অবশ্য মধ্যযুগীয় পিরিয়ডের এবং মুসলিম শাসনের সাথে জড়িত বিজাপুর এবং মুর্শিদাবাদ তালিকায় থাকলেও লাল কেল্লা এবং দিল্লির হুমায়ূনের সমাধিকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে ভারতীয় জাতীয়তাবাদের দোহাই দিয়ে মধ্যযুগের ইতিহাস মুছে ফেলার বা এড়িয়ে চলার চেষ্টা চলছে। ইতিপূর্বে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে মধ্যযুগীয় বিশেষ করে মুসলিম পিরিয়ডের অনেক ইতিহাস বাদ দেওয়া হয়েছে, যা খুবই বিপদজনক বলে মনে করছেন শিক্ষাবিদগণ।