দেশ

কংগ্রেসের শাসনকাল রাহুকাল, সংসদে আক্রমণাত্মক অর্থমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : বাজেট অধিবেশনের জবাবি ভাষণ। সেই ভাষণে আক্রমণাত্মক মুডে অর্থমন্ত্রী। কংগ্রেসের শাসনকালই রাহুকাল। রাজ্যসভায় দাবি নির্মলা সীতারমনের।

আক্রমণ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। ভোট যতই এগিয়ে এসেছে, ততই বেড়েছে সেই আক্রমণের ঝাঁঝ। জনসভা থেকে শুরু করে সাক্ষাৎকার। কংগ্রেসকে একের পর এক আক্রমণ করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই রেশ টানলেন অর্থমন্ত্রী। রাজ্যসভায় নির্মলা সীতারমনের নিশানায় কংগ্রেস। ভারতে কংগ্রেসের শাসনকালই ‘আসল রাহুকাল’। মন্তব্য নির্মলার। স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত ‘অমৃতকাল’ হিসাবে বর্ণনা করেছিলেন নির্মলা। পালটা আসে কংগ্রেস শিবির থেকে। কংগ্রেসকে পালটা আক্রমণ করে নির্মলা বলেছেন, ”অন্ধ কাল যদি কোনও সময়কে বলতে হয়, সেটা কংগ্রেস জমানাই।”

রাজ্যসভায় এদিন বেসরকারিকরণ প্রসঙ্গও টেনেছেন অর্থমন্ত্রী। মালহোত্রা কমিটির রিপোর্টের পর কংগ্রেস ১৯৯১ সালে বেসরকারিকরণ শুরু করেছিল। কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ নিয়ে বিতর্কের জবাবে নির্মলা বলেন – ”আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই আপনারা বেসরকারীকরণ নাকি চান না? আপনারা বেসরকারিকরণ ১৯৯১ সালে শুরু করেছিলেন। ইউপিএ-র অধীনে এক লক্ষ কোটির বেশি বিলগ্নিকরণের তাহলে ব্যাখ্যা কী?” কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ”আগামী ২৫ বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা এই সময়কে ‘অমৃতকাল’ বলছি। আগামী ১০০ বছরে ভারতের যদি কোনও লক্ষ্য না থাকে, তাহলে আমাদের সেই পরিণতি হবে যা স্বাধীনতার প্রথম ৭০ বছরের মধ্যে কংগ্রেস আমলে ৬৫ বছরে হয়েছিল। একটি পরিবারকে লাভবান করা ছাড়া তাদের আর কোনও লক্ষ্য ছিল না।”

এরপরই রাহুল গান্ধির নাম না কের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০১৩ সালে তাঁর এক মন্তব্যকে তুলে ধরেন। রাহুল বলেছিলেন, দারিদ্রতা একটি মানসিক অবস্থা। সেই প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, ‘দয়া করে বলুন এই দারিদ্রতার কথাই কি আপনারা চেয়েছিলেন আমার বাজেটে? মানসিক দারিদ্রতা।’

Related Articles

Back to top button
error: