নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের নেতা মন্ত্রীরাও।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি-কে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি যাতে তিনি সুস্থ ও সফলভাবে এই বছরটি কাটান।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘স্যার আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য আমি প্রার্থনা জানাই।’