টিডিএন বাংলা ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে এদিন জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। রাহুলকে প্রায় এক ঘণ্টা ধরে জেরা করছেন ইডির আধিকারিকরা। এদিন রাহুলের সঙ্গে পায়ে হেঁটে কংগ্রেস সদর দফতর থেকে বেরিয়ে আসা কংগ্রেস নেতাদের ইডির দফতরের এক কিলোমিটার আগেই থামানো হলে তাঁরা রাস্তাতেই ধর্নায় বসে যান। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা এবং বিক্ষোভকারী অন্যান্য নেতাদের গ্রেফতার করেছে পুলিশ। রাহুলকে জেরা শুরু হওয়ার পর ইডি অফিস থেকে ফিরে আসেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।
রাহুলের ইডির দপ্তরে যাওয়ার আগে, তাঁর সাথে দেখা করতে তাঁর বাড়িতে যান প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।এরপর কংগ্রেস সদর দফতরে পৌঁছে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল-প্রিয়াঙ্কা। বৈঠকের পরে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ দলীয় সাংসদ এবং অন্যান্য নেতারা পায়ে হেঁটে ইডি অফিসের উদ্দেশ্যে রওনা হন। পুলিশ ব্যারিকেড দিয়ে কংগ্রেসের মিছিল আটকে দেয়। এরপর গাড়িতে করে প্রিয়াঙ্কাকে নিয়ে ইডির সদর দফতরে পৌঁছন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, ইডি অফিসের কাছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। প্রথম নিরাপত্তা বেষ্টনীর কাছেই কংগ্রেসের মিছিল থামায় পুলিশ। মিছিলে বাধা দেওয়া হলে পুলিশের সঙ্গে প্রথমে মৌখিক বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষে লিপ্ত হন কংগ্রেস কর্মীরা। সোমবার সকালে রাহুল গান্ধীকে ইডির তলবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারী কংগ্রেস সদর দফতর থেকে আটক করে পুলিশ। কংগ্রেসকর্মীদের বাসে তুলে নিয়ে যাওয়া হয়। কংগ্রেসের বিক্ষুব্ধ অবস্থা দেখে কংগ্রেস সদর দফতর থেকে ইডি অফিস পর্যন্ত রাস্তা সিল করে দেয় দিল্লি পুলিশ।
এর আগে রাহুল গান্ধীকে ইডির তলব প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ন্যাশনাল হেরাল্ডে কোনও কেলেঙ্কারি হয়নি। ন্যাশনাল হেরাল্ড কোম্পানি ইয়ং ইন্ডিয়া কোম্পানির বকেয়া পরিশোধ করেছে এবং কর্মচারীদের বেতন পরিশোধ করেছে। আমরা বিজেপি সরকারের মতো ভারতের সরকারি সম্পত্তি বিক্রি করিনি।