HighlightNewsদেশ

মোদি উপাধি মামলায় রাহুলের আইনজীবীর যুক্তি শেষ: পরবর্তী শুনানি হবে ২ মে

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাট হাইকোর্ট ২মে মোদী উপাধি মানহানির মামলায় রাহুল গান্ধীর পুনর্বিবেচনার আবেদনের পরবর্তী শুনানি করবে। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে রাহুলের পক্ষে তাঁর যুক্তি উপস্থাপন করে বলেন, রাহুল গান্ধী খুন করেননি। সাজা নিষিদ্ধ না হলে তিনি ৮ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এক সপ্তাহ রাজনীতিতে দীর্ঘ সময়, আট বছরে আবেদনকারীর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।

সিংভির যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিচারপতি হেমন্ত প্রাচাক বলেন, এখন অভিযোগকারীকে তার মামলা উপস্থাপন করতে দিন। আগামী ২ মে বিষয়টি নিষ্পত্তি হবে। আমিও ৫ মে-এর পরে ফ্রি নেই, আমি ভারতের বাইরে যাচ্ছি। তাই এইসব দ্রুত শেষ করতে হবে।

উল্লেখ্য, ২৩ মার্চ সুরাটের দায়রা আদালত ৫০০ ধারায় রাহুল গান্ধীকে দুই বছরের শাস্তি দেয়। তবে, আদালত থেকে সঙ্গে সঙ্গে জামিন পান রাহুল। এরপর, কংগ্রেস নেতা আদালতে সাজা স্থগিত করার আবেদন করেন, যা আদালত প্রত্যাখ্যান করে। এরপর, গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল।

Related Articles

Back to top button
error: