টিডিএন বাংলা ডেস্ক: উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার নিউ কলোনি এলাকার রেল কোয়াটারে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদ করতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও আধিকারিকরা। কিন্তু সেখানকার বাসিন্দাদের প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাদের। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্ধ প্রশাসনের উপরে। যদিও রেল আধিকারিকদের দাবি রেলের সম্পত্তি রেল কোয়াটারটি অবৈধ ভাবেই দখল করে রেখেছে বাসিন্দারা।
অন্যদিকে, বাসিন্দাদের দাবি তারা বিগত প্রায় ৫০ বছর ধরেই এই কোয়াটারে বাস করছেন। এখন তাদের এছাড়া কোনো বিকল্প বাসেস্থান নেই। এমতাবস্থায় রেল তাদের উচ্ছেদ করলে তারা কোথায় যাবে, কোথায় থাকবে। তাদের দাবি আমাদের ন্যায্য পুনর্বাসন দেওয়া হক। যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে রেলের পক্ষথেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।