বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, জলমগ্ন রাস্তা, লাল সতর্কতা জারি ছয় জেলায়

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : কেরলের বিভিন্ন অংশ বৃষ্টির দাপটে প্লাবিত হয়েছে। রাজ্যের অনেকগুলি নদীতেই জল বইছে বিপদসীমার উপর দিয়ে। বৃষ্টি আগামী দিনে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এখনও পর্যন্ত বৃষ্টির দাপটে কার্যত ভেসে গেল কেরলের পত্থনমথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচুর, পলক্কড় এই ছয় জেলা। আবহাওয়া দফতর এই ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে। বাকি আরও পাঁচ জেলা তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। একাধিক ছবি ও ভিডিয়োয় দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে যাত্রীবোঝাই বাস। পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বিশাল দল। এ ছাড়া উদ্ধার কাজের জন্য কাজ শুরু করেছে সেনা ও বায়ুসেনা। এখনও পর্যন্ত ৩০টি বাড়ির ক্ষতি হওয়ার খবর মিলেছে। জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে। দিল্লির মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, ‘‘দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে কেরলের বেশ কয়েকটি জেলায় ১৭ অক্টোবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ১৮ তারিখ থেকে দাপট কমলেও বৃষ্টি চলবে আরও কয়েকদিন।’’