জাওয়াদের প্রভাবে আজ বিকেল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

টিডিএন বাংলা ডেস্ক : বাংলায় তেজ দেখাতে পারল না ঘূর্ণিঝড় জাওয়াদ। ফলে বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গ। সৌজন্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের শীতলতা। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, তা নিম্নচাপ অবস্থায় থাকার জন্য আজ বিকেল পর্যন্ত চলবে বৃষ্টি। মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সাধারণত অক্টোবর এবং নভেম্বরকে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে চিহ্নিত করেন আবহবিদেরা। ডিসেম্বরে বাংলাতে ঘূর্ণিঝড় হয় না। ১২৯ বছরে ডিসেম্বরে বাংলায় ঘূর্ণিঝড়ের নজির মাত্র একটি। যার নাম থ্রি বি। সালটা ছিল ১৯৮১ এর ৯ ডিসেম্বর। ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। প্রাণহানি হয়েছিল অন্তত ২০০ জনের। সেই খারাপ স্মৃতি এবারও চিন্তা বাড়িয়েছিল আবহবিদদের এবং প্রশাসনিক কর্তাদের। যদিও শেষ পর্যন্ত সমুদ্রের ইন্ধনে তৈরি ঘূর্ণিঝড়কে শান্ত করে দিল সমুদ্রই।

আবহবিদেরা বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য সমুদ্র তলের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয়। জাওয়াদ যেখানে তৈরি হয়, তাপমাত্রা ছিল ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে জলীয় বাষ্পের জোগান পেতে কোনও সমস্যা হয়নি। কিন্তু জাওয়াদ স্থান পরিবর্তন করে এমন একটা জায়গায় আসে, যেখানে সমুদ্র তলের তাপমাত্রা কম। স্বাভাবিকভাবে জলীয়বাষ্প কম। আর এর প্রভাবেই তেজ হারিয়েছে জাওয়াদ। ওড়িশা সীমানা পার করে বাংলায় যখন প্রবেশ করে, তখন এটি নিছকই নিম্নচাপ।