HighlightNewsরাজ্য

রাজভবন-নবান্ন সংঘাত চরমে, রাজ্যপালের কথায় চললে বন্ধ হবে টাকা, রাজ্যপালের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে ধর্নায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: রাজ্য সরকারকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করাকে কেন্দ্র করে চরমে পৌঁছাল রাজভবন-নবান্ন সংঘাত। উপাচার্যদের উদ্দেশ্যে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী এক প্রকার হুমকির শুরে জানিয়ে দিয়েছেন রাজ্যপালের কথায় চললে বন্ধ করে দেওয়া হতে পারে ওই বিশ্ববিদ্যালয়গুলির বরাদ্দ টাকা। পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চক্রান্তের অভিযোগ তুলে প্রয়োজনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনান্দ বোসের মধ্যে কার তিক্ত সম্পর্কের কথা এখন সকলের জানা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সেই সম্পর্ক আরো তিক্ততায় পরিণত হয়েছেন। সেই ইস্যুতে এবার সরাসরি রাজ্যপালকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। অভিযোগ রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন রাজ্যপাল। রাজ্য সরকারকে কিছুই না জানিয়ে রাতারাতি উপাচার্য বদল করে দিচ্ছেন।

 

মুখ্যমন্ত্রী রাজ্যপালকে কড়া বার্তা দিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে ‘আর্থিক অবরোধের হুঁশিয়ারিও দেন। উপাচার্যের নাম উল্লেখ না-করেই মমতা বলেন, কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যের নির্দেশ না মেনে রাজ্যপালের নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি করবে রাজ্য সরকার। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনকে মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেও অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। এমনকি রাজভবনের খরচও রাজ্য সরকার বহন করে বলেও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
error: