ছাড়পত্র মিলল ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার নতুন বিমান সংস্থা ‘আকাসা এয়ার’

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রের তরফে সবুজসংকেত পেল একটি নতুন বিমানসংস্থা আকাসা এয়ার। ধনকুবের বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্বপ্নের এই উদ্যোগ পরের বছর থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা।

কোভিড পরিস্থিতিতে লোকসানের মুখ দেখছে বিমান সংস্থাগুলি। এরইমধ্যে ভারতের আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে আরও একটি নতুন বিমান সংস্থা আকাসা এয়ার। মনে করা হচ্ছে, আগামী বছর গ্রীষ্মেই চালু হয়ে যেতে পারে এই উড়ান। ইতিমধ্যেই ভারতের বিমান মন্ত্রকের তরফে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়া গেছে। বিমানের ভাড়া হবে অপেক্ষাকৃত কম। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সস্ত্রীক ঝুনঝুনওয়ালা। এয়ারবাসের কাছ থেকে বিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী চার বছরে মোট ৭০-টি বিমানের ফ্লিট তৈরি করার লক্ষ্য মাত্রা নিয়েছে আকাসা। ইতিমধ্যেই আকাসা এয়ারের জন্য ২৪৭.৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

আকাসার বোর্ডে আছেন ইন্ডিগোর প্রাক্তন সভাপতি আদিত্য ঘোষ। সংস্থার উচ্চপদস্থ এই খবর শেয়ার করেছেন টুইটারে। সঙ্গে অভিনন্দন। এয়ারবাসের চিফ কমার্শিয়াল অফিসার ক্রিশ্চিয়ান শেরার সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিমান কেনার চুক্তির বিষয়ে আকাসার সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে কয়েকদিনের মধ্যেই টাটা সন্সের হাতে তুলে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার মালিকানা। ১৮ হাজার কোটি টাকায় তুলে দেওয়া হচ্ছে সংস্থার ১০০% মালিকানা।