নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ আজকে বিভিন্ন গণ সংগঠনের ডাকে আসামে নাগরিকদের বাসস্থান থেকে উচ্ছেদ, নির্বিচারে গুলিবর্ষণ, রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে একাডেমি অফ ফাইন আর্টসের সম্মুখে রানু ছায়া মঞ্চে বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা তালিব রহমানী সাহেব, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম সাহেব, জমিয়তে আহলে হাদীসের মাওলানা মারুফ সালাফী সাহেব, জমিয়তে উলামায়ে হিন্দের আব্দুর রাজ্জাক সাহেব, কলকাতা খেলাফৎ কমিটির নাসির আহমেদ সাহেব, বাংলা বাঁচাও সংবিধান বাঁচাও মঞ্চের ছোটন দাস, বন্দী মুক্তির ভানু সরকার, কবি ও সাহিত্যিক প্রসূন ভৌমিক, সোশ্যাল এক্টিভিস্ট কেয়া গুপ্তা, উমার আওয়াইস, প্রফেসর যাফির আহমেদ, এস.নওয়াজ, সাবির আলি, প্রফেসর জাফির আহমেদ প্রমুখ। উল্লেখ্য যে, অসমের দারাং জেলায় অবৈধ বসতি উচ্ছেদের নামে মুসলিমদের জোরপূর্বক উচ্ছেদ এবং পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশের গুলিতে তিন জনের মৃত্যু হয় এবং আহত হয় অনেকেই। এরপর অসম তথা ভারত জুড়ে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024