র‍্যালি ফাঁকা, বাহানা দেখিয়ে ফিরেছেন মোদি! অভিযোগ কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : নিরাপত্তার গফিলতি নয়। র‍্যালিতে লোক হয় নি। তাই বাহানা করে ফিরে গেছেন প্রধানমন্ত্রী। পাঞ্জাবের ঘটনা প্রসঙ্গে এই দাবি কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালার।

ট‍্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির র‍্যালির একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। সেখানে খুব বেশি হলে ছিলেন ৫০ জন। যদিও এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ত্রুটির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একই অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী সাংবাদিক বৈঠক করে বলেন, “প্রধানমন্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছে কংগ্রেস।” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির পদত্যাগের দাবি তুলেছেন তিনি।

বিজেপির এই অভিযোগে অস্বীকার করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর র‍্যালির কিছুক্ষণ আগের মুহূর্তের ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। ট‍্যুইটারে লেখেন, “প্রিয় নাড্ডা জী, সমাবেশ বাতিলের কারণ খালি চেয়ার। বিশ্বাস না হলে নিচের ভিডিওটি দেখুন। আর একটিও বাজে কথা নয়। কৃষক-বিরোধী মানসিকতার সত‍্যতা স্বীকার করুন। নিজেকে পাল্টান। পাঞ্জাবের জনগণ এই র‍্যালিতে অংশ না নিয়ে অহংকারী শক্তিকে আয়না দেখিয়েছে।”

নিরাপত্তায় গাফিলতি অস্বীকার করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও। গন্তব্যে পৌঁছানোর আগেই প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।‌