প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণের দায়ে অভিযুক্ত রাম রহিম

টিডিএন বাংলা ডেস্ক: একমাসের জন্য প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। শুক্রবার হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে মুক্তি পান তিনি। এর আগে চার দফায় বিভিন্ন কারনে বাইরে বেরিয়ে আসলেও এই প্রথম প্যারোলে মুক্তি পেলেন বাবা রাম রহিম।

উল্লেখ করা যেতে পারে, দু’টি ধর্ষণের ঘটনার অপরাধে ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতকের কারাগারে রয়েছেন বাবা রাম রহিম। তার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগও। মূলত ডেরার দুই মহিলা শিষ্যকে ধর্ষণ ও পরবর্তীতে সেই ঘটনা প্রকাশ্যে নিয়ে আসায় সাংবাদিককে খুনের অভিযোগ রয়েছে বাবা রহিমের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ২০ বছরের কারাদণ্ড দেয় হরিয়ানার পঞ্চকুলা আদালত।