টিডিএন বাংলা ডেস্ক : শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে ঘটনার প্রবল নিন্দা করেছেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী। লোকসভার ইতিহাসে এমন ঘটনা যে ‘নজিরবিহীন’ সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রমেশের পাশাপাশি বিজেপির নিন্দাতেও সরব হন তিনি।
#WATCH | West Bengal: On BJP MP Ramesh Bidhuri’s remark against BSP MP Danish Ali, Congress MP Adhir Ranjan Chowdhury says, “This proves that the BJP does politics of hatred…It shows their real motive…” pic.twitter.com/j2LGQWXt7t
— ANI (@ANI) September 23, 2023
লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিদুরির বিএসপি সাংসদ দানিশ আলিকে করা কুরুচিকর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি জুড়ে তুমুল অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে ঘটনার প্রবল নিন্দা করেছেন কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরী । লোকসভার ইতিহাসে এমন ঘটনা যে ‘নজিরবিহীন’ সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন অধীর। আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রমেশের পাশাপাশি বিজেপির নিন্দাতেও সরব হন তিনি।
সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে বিজেপি দলটি কেবলই হিংসার রাজনীতি করে’। গোটা ঘটনায় রমেশে পাশাপাশি কাঠগড়ায় বিজেপিও। তাই দক্ষিণ দিল্লির দাপুটে সাংসদ রমেশ বিদুরিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুধু সাবধান করে ছেড়ে দিলেও বিজেপি সভাপতি জে পি নাড্ডা রমেশকে শো কজ নোটিশ ধরিয়েছে বলেই খবর।