HighlightNewsদেশ

ওমিক্রন প্রসঙ্গে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে বললেন এমসের ডিরেক্টর রণদীপ

টিডিএন বাংলা ডেস্ক : অত্যন্ত দ্রুততার সঙ্গে সমগ্ৰ বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস এর নতুন প্রজাতি ওমিক্রন সংক্রমণ। তাই ওমিক্রন সংক্রমণ থেকে বাঁচতে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিলেন নয়াদিল্লির এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি এক বার্তায় বলেন,
“ব্রিটেনের মতো পরিস্থিতি যাতে না হয়, সে দিকে নজর রাখতে হবে। বিশ্বের যেখানে ওমিক্রনের ঢেউ আসছে তার উপরে কড়া নজর রাখার পাশাপাশি যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।”

সোমবার রাজ্যসভার অধিবেশনে ভাষন দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান ভারতে এখনও পর্যন্ত ১৬১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভারতীয় প্রতিষেধকগুলি ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকরি হবে সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি জানান, ‘‘প্রতিষেধকের বিরুদ্ধে ওমিক্রন প্রজাতি কেমন সাড়া দিচ্ছে তা গবেষণাগারে পরীক্ষা করে দেখা হচ্ছে। খুব দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’’

উল্লেখ্য যে, পৃথিবীর প্রায় ৯০টি দেশে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যদিও এই প্রজাতির সংক্রমণ কতটা ক্ষতিকর সে বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অবশ্য জানিয়েছে জনগোষ্ঠীতে ওমিক্রনের ছড়িয়ে পড়ার হার ইতিপূর্বে ডেল্টা প্রজাতির থেকেও বেশি।

Related Articles

Back to top button
error: