পাঞ্জাবের রাজনীতিতে অস্বস্তির কাঁটা, সিধুর সমর্থনে মন্ত্রিত্ব ত্যাগ রাজিয়ার

টিডিএন বাংলা ডেস্ক : ঘটনাবহুল মঙ্গলবার। রাজনৈতিক অস্থিরতায় জেরবার পাঞ্জাব। আচমকা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়েন নভজ্যোৎ সিং সিধু। তার কয়েকঘণ্টা পরই মন্ত্রিত্ব ছাড়লেন রাজিয়া সুলতানা। কিছুদিন আগেই মালেরকোটলার বিধায়ক হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। ইস্তাফা দিয়েছেন প্রাক্তন হকি তারকা তথা দলের সাধারণ সম্পাদক পারগত সিং। পরপর এইকাণ্ডে রীতিমতো চিন্তায় কংগ্রেস হাইকমান্ড। সূত্রের খবর, ড্যামেজ কন্ট্রোলে রাতেই দিল্লি থেকে এক হেভিওয়েট নেতাকে পাঞ্জাবে পাঠানো হচ্ছে।

রাজিয়া ইস্তাফা দিয়ে বলেন, সিধুর প্রতি সহমর্মিতা জানিয়েই এই সিদ্ধান্ত। দলের এক সাধারণ সমর্থক ও কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করব। সিধু আপাদমস্তক ভালো মানুষ। রাজ্য ও রাজ্যবাসীর স্বার্থের জন্য নিজের জীবন দিয়েছেন। আত্মসম্মানে লেগেছে তাঁর। সেইজন্যই ইস্তাফা দিয়েছেন সিধু। আমারও মনে হয়েছে নৈতিকতার দিক থেকে আমারও মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানো উচিত।

কী কারণে এই গণইস্তাফা? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, চান্নি মন্ত্রিসভায় বিতর্কিত গুরজিৎ সিংয়ের অন্তর্ভুক্তিই প্রধান সমস্যা। কারণ তাঁকে মন্ত্রিসভায় নেওয়া হোক, সেটা চায়নি সিধু ঘনিষ্ঠরা। আর সেই জন্যই এই ইস্তাফা বলে মনে করা হচ্ছে। তবে এই ডামাডোলে অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেসের।