প্রথম মুসলিম মহিলা হিসাবে বিহার পুলিশের ডিএসপি পদে ২৭ বছরের তরুণী রাজিয়া সুলতানা

টিডিএন বাংলা ডেস্ক : বিহারের ২৭ বছরের মুসলিম তরুণী ইতিহাস তৈরী করল । বিহারের প্রথম মুসলিম মহিলা হিসাবে পুলিশ বিভাগের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (ডিএসপি) হয়ে নজির সৃষ্টি করলেন রাজিয়া সুলতানা ।

২৭ বছর বয়সী রাজিয়া সুলতানা তার প্রথম প্রচেষ্টায় বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৬৪তম সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় (সিসিই) উত্তীর্ণ হন এবং ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদের জন্য সুপারিশ করা হয়।‎

রাজিয়া সুলতানা মূলত বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে বিহার সরকারের বিদ্যুৎ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রয়েছেন। বোকারো ইস্পাত কারখানার স্টেনোগ্রাফার মোহাম্মদ আসলাম আনসারির মেয়ে, যিনি ২০১৬ সালে মারা যান, রাজিয়া সুলতানা গোপালগঞ্জের বাসিন্দা হলেও ঝাড়খণ্ডের বোকারো থেকে স্কুলের পড়াশোনা করেছেন।‎

রাজিয়া এক সাক্ষাৎকারে বলেন যে, শৈশব থেকেই তিনি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন। ডিএসপির জন্য নির্বাচিত হয়ে যেন তার স্বপ্ন বাস্তব হয়েছে। ২০১৭ সালে বিহার সরকারের ইলেকট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। রাজিয়া আরোও বলেন, পুলিশ অফিসারের দায়িত্ব পালন করতে আমি খুব উদগ্রীব। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না, বিশেষত মহিলারা। এমনকি লজ্জার কারণে তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা বলতে লজ্জা পায়। সেইদিকে আমার বেশি নজর থাকবে। যাতে তারা সুবিশার পায় তা নিশ্চিত করব।

হিজাব বোরখা প্রসঙ্গে রাজিয়া বলেন, আমি সমর্থন করি তবে হিজাব বা বোরখার কারণে পড়াশোনা বন্ধ হতে পারে না। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে হিজাব পড়তেই হবে। তবে আমরা যদি মনে করি যে আমরা কোনও কাজ করতে পারি তবে আল্লাহ আমাদের সব ধরণের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার শক্তি দান করেন।

‎ মোট ১,৪৫৪ জন প্রার্থী বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৬৪তম সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষার (সিসিই) ফলাফল যোগ্যতা অর্জন করেছে যার ফলাফল রবিবার ৬ জুন, ২০২১ তারিখে ঘোষণা করা হয়েছে।‎