HighlightNewsদেশসাহিত্য

হুগলি জেলের নজরুল কক্ষে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৪ তম জন্মদিন

টিডিএন বাংলা ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৪ তম জন্মদিন উপলক্ষে বৃ্হস্পতিবার সকালে হুগলি জেলের নজরুল কক্ষে পালিত হল নজরুলের ১২৪তম জন্মদিন। এদিন বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের মুর্তিতে মাল্যদান ও জেলের সামনের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, হুগলি জেলের ৫ নম্বর সেলেই তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে কবি ৩৯ দিন অনশন করে ছিলেন। কবির স্মৃতি বিজড়িত সেই সেলটি সংরক্ষণ করে হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ কমিটি সেখানে কবি জন্ম ও মৃত্যু দিন পালন করে আসছে। বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্টানে উপস্থিত ছিলেন, কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী গোলাম গউস সিদ্দিকী, কমিটির বর্তমান সভাপতি প্রাক্তন মন্ত্রী নরেন দে, হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান, তথ্যচিত্র নির্মাতা কাজী ফাইকা সিদ্দিকী ও কিছু বিশিষ্ট ব্যক্তি।

বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। প্রথম জীবনে নজরুল গ্রামের মক্তবে কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। তিনি স্থানীয় মসজিদে মুয়াজ্জিনও ছিলেন। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এ কবি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ- দুই স্থানেই সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী মনোভাবের কারণে তাকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করা হয়। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অসাম্প্রদায়িক ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। অবশেষে বাংলাদেশের ঢাকায় ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট এই মহান কবি মৃত্যুবরণ করেন।

Related Articles

Back to top button
error: