টিডিএন বাংলা ডেস্ক: সাম্প্রতিক কালে বিজেপির বহিস্কৃত কেন্দ্রীয় মুখপাত্র নূপুর শর্মার নবী মহাম্মাদ(সঃ)কে অবমাননা করে করা মন্তব্যের জেরে উত্তাল দেশ তথা বিশ্ব। বিক্ষিপ্ত ভাবে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অশান্তি। এ রাজ্যও বিভিন্ন জেলায় অশান্তি ছোড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার সেই নবী অবমাননা ইস্যতে বিভ্রান্তিকর তথ্য সম্প্রচারের অভিযোগ উঠল বাংলার বিভিন্ন টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে এবার কঠোর অবস্থান নিয়ে টিভি চ্যানেলগুলিকে নির্দেশিকা সম্বলিত নোটিস পাঠাল রাজ্য সরকার। কারণ এই ধরণের খবর আইনভঙ্গের পাশাপাশি রাজ্যের শান্তি বিঘ্নিত করছে বলে মনে করছে নবান্ন।
সোমবার নবান্নের তরফে যে নোটিস পাঠান হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, ‘শিষ্টাচারবহির্ভূত, উত্তেজক এবং সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়’ এমন ভাষা ব্যবহার করা হয়। এবং সেগুলো সংশ্লিষ্ট চ্যানেল দর্শকদের সামনে উপস্থাপনও করছে। পুরো ঘটনায় রাজ্য সরকার বিশেষ চিন্তিত বলে লেখা হয়েছে নির্দেশিকায়।