মাদ্রাসা বোর্ডে রাজ্যে দ্বিতীয় ও মুর্শিদাবাদে প্রথম স্থান অধিকারী আনিসা সুলতানা কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মাধ্যমিক মাদ্রাসা বোর্ডে রাজ্যে দ্বিতীয় ও মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অধিকারী আনিসা সুলতানা কে সংবর্ধনা দিল এম রহমান স্টিল ফেব্রিকেটর গ্রুপ।

মুর্শিদাবাদের বেলডাঙ্গার দেবকুন্ডু এমআরএস গার্লস হাই মাদ্রাসার ছাত্রী তথা মুর্শিদাবাদের গর্ব আনিসা সুলতানার সাফল্যে এখন খুশির জোয়ার গোটা বেলডাঙ্গায়। মাধ্যমিকে আনিসার প্রাপ্ত নম্বর ৭৯৬. আনিসার বাবা পেশায় একজন মুদি ব্যবসায়ী। ওই ছোট্ট ব্যবসা থেকেই তিনি দুই মেয়ে ও এক ছেলের পড়াশোনার খরচ বহন করেন।

সোমবার আনসার বাড়ি গিয়ে তাকে উত্তরীয় পরিয়ে হাতে ফুলের তোড়া, স্মারক দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করান মোহাম্মদ আলমগীর সেখ, তৌসিফ সেখ সহ অন্যান্যরা। আগামীতে ডাক্তারি নিয়ে পড়াশুনা করে মানুষের সেবা করতে চায় আনিসা।