রাজ্য

লাল সতর্কতা একাধিক জেলায়, ভারি বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামীকাল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ গতকালের ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপ এ পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূল এলাকায় রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, এর প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এমনকি একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

আজ ভারী থেকে অতি ভারি বৃষ্টি হবে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলি বিশেষ করে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও কলকাতাতে ও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত আগামী কাল পর্যন্ত বজায় থাকতে পারে। আগামীকাল একটু বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলা গুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। বাকি কলকাতা,হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই বর্ধমান এর কয়েক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উপকুলের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় উপকূলের এলাকাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া হতে পারে। উপকূলের বাইরের জেলাগুলো কলকাতাসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। অবশ্য আগামী ৩০ তারিখ পরিস্থিতি অনেকটাই ভালো হবে এবং বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: