HighlightNewsদেশরাজ্য

রাষ্ট্রপতি নির্বাচনে মমতার পাশেই আছেন আঞ্চলিক দলগুলি! জল্পনা তুঙ্গে

টিডিএন বাংলা ডেস্ক : এবছরের রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রার্থী দিতে চলেছেন। আর তার মনোনীত প্রার্থীকে সমর্থন করবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বন্ধু অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির তরফে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে রাখা হয়েছে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে তার বাসভবনে গিয়ে দেখা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী পদ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে কেজরিওয়ালও মমতাকে সমর্থন করতে পারেন। অন‍্যদিকে এনসিপি’র মতো বেশ কিছু আঞ্চলিক দলও মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে সমর্থন করবে বলে মনে করা হচ্ছে।

যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীর জয় একরকম নিশ্চিত। সেই পরিস্থিতিতে প্রধান বিরোধী হিসেবে পরিচিত কংগ্রেস প্রার্থী দেবে, তা ধরেই নেওয়া যায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

 

Related Articles

Back to top button
error: