শিথিল হল রাজ্যের করোনা বিধি, দেখেনিন নতুন বিধিতে কোথায় ছাড় কোথায় নয়

টিডিএন বাংলা ডেস্কঃ দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। যার ফলে সাধারণ মানুষের জীবনে ব‍্যাপক প্রভাব পড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে। তাই এবার রাজ্য প্রশাসন করোনা বিধি সিথীল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার লোকাল ট্রেনও চলবে। তবে শর্ত হচ্ছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেনগুলি। সরকারি – বেসরকারি সংস্থায় এখন থেকে ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি থাকতে পারবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, জিম, পানশালা প্রভৃতি স্থানে ৭০ শতাংশ পযর্ন্ত উপস্থিতি হতে পারে। সিনেমা হল, মঞ্চ, অডিটোরিয়াম ও স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হয়েছে। লজ বা হলে বিয়ের অনুষ্ঠানের বা অন‍্যান‍্য অনুষ্ঠানের ক্ষেত্রেও ৭০ শতাংশ জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমা, সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়েও ছাড় দিয়েছে প্রশাসন। ৭০ শতাংশ কলাকুশলী নিয়ে করা যাবে সিরিয়ালের শ্যুটিং, অডিশন, অডিয়ো রেকর্ডিং। প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে কোচিং করানো হয় এমন কোচিং সেন্টারগুলিকেও ৭০ শতাংশ পড়ুয়া নিয়ে কোচিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট করফিউ জারি থকবে। যদিও কালীপুজোয় ২৫ নভেম্বর এবং ছটপুজোয় ১০-১১ নভেম্বর নাইট কারফিউ থাকবে না।