প্রধানমন্ত্রীকে সপাটে চড় মারার মন্তব্য করলে দেশদ্রোহের মামলা হতো : শিবসেনা

টিডিএন বাংলা ডেস্ক : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে উদ্দেশ্য করে নারায়ণ রাণের অসম্মানজনক মন্তব্য। যার জেরে লঙ্কাকাণ্ড মুম্বইয়ে। ৮ ঘণ্টা গারদে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পান কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর এহেন কুরুচিকর মন্তব্যে বেজায় ক্ষেপেছে শিবসেনা। তাদের দলীয় মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের গ্রেফতারিকে সমর্থন করেছে তারা৷ জানিয়েছে, ”প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ একথা বললে এতক্ষণে দেশদ্রোহে মামলা শুরু হয়ে যেত”৷

গত সোমবার এক কর্মসূচিতে উদ্ধব ঠাকরেকে ‘চড় মারা উচিত’ বলে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে৷ ঠিক তার পরের দিনই মহারাষ্ট্র পুলিশ নজিরবিহীনভাবে তাঁকে গ্রেফতার করে৷ ২০ বছর পর আবার কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হলেন। যার জেরে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতেও। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি৷ প্রশ্ন তুলে বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, ‘যখন শারজিল উসমান হিন্দুদের জঙ্গি বলে মন্তব্য করেছিলেন তখন তাঁর বিরুদ্ধে এত দ্রুত কেন ব্যবস্থা নিতে পারেনি মহারাষ্ট্র সরকার?’ বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছে শিবসেনা৷ দলীয় মুখপাত্র ‘সামনায়’ লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কেউ এই ধরণের মন্তব্য করলে তাহলে তাঁকে গ্রেফতার করে এতক্ষণে দেশদ্রোহে মামলা শুরু হয়ে যেত৷

এসবের মধ্যেই ভাইরাল একটি পুরনো ভিডিয়ো। সেই ভিডিওয় উদ্ধব ঠাকরেকে বলতে শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জুতো মারার হুমকি দিতে। পায়ে জুতো পরে শিবাজির মূর্তিতে যোগী মালা দিয়েছিলেন, এই অভিযোগ তুলে উদ্ধব বলেন, ওই জুতো দিয়েই মারা উচিত যোগীকে। দাবি করেন, শিবাজির মূর্তির সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, রাণের মন্তব্যের জন্য যদি তাঁকে গ্রেফতার করা হয়, তাহলে সেই যুক্তি উদ্ধবের ক্ষেত্রেও প্রযোজ্য।