টিডিএন বাংলা ডেস্ক : ফের যৌনলালসার শিকার নাবালিকা। ফের শিরোনামে দিল্লি। ঘটনার জেরে ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশকে অবিলম্বে চার্জশিট পেশ করার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। ৩০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।
সম্প্রতি দিল্লির বাঙ্গার এলাকায় দলিত শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এমনকী পরিবারের অমতেই দেহ পুড়িয়ে দেওয়ারও অভিযোগ তোলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এরজেরে তোলপাড় হয় জাতীয় রাজনীতির আঙিনা। অভিযুক্তের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি। পাশে থাকার আশ্বাস দিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদরাও। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের বর্বরচিত ঘটনা। এবার দিল্লির ত্রিলোকপুরী এলাকা।ছ’বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।ঘটনায় সম্মুগান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বারবার এই ধরণের ঘটনায় বেজায় চটেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুযায়ী, দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনা নিয়ে একটি বৈঠক হয়। দিল্লি পুলিশকে ৩০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে এই অভিযোগের দ্রুত বিচার প্রক্রিয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।